কর্মী নিয়োগে মালয়েশিয়ার কিছু শর্তে আপত্তি: ড. আসিফ নজরুল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ নভেম্বর ২০২৫ ০৬:১০ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
কর্মী নিয়োগে মালয়েশিয়ার কিছু শর্তে আপত্তি: ড. আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও আইন বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, সম্প্রতি মালয়েশিয়া কর্মী নিয়োগ সংক্রান্ত ১০টি শর্ত দিয়েছে। এর মধ্যে কয়েকটি শর্তকে বাংলাদেশ ন্যায্যভাবে অসঙ্গতিপূর্ণ মনে করে কঠোর আপত্তি জানিয়েছে। পাশাপাশি, শর্তগুলো পূরণের সময়সীমা বৃদ্ধি করার অনুরোধও জানানো হয়েছে।
 

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
 

ড. আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ার কর্তৃপক্ষ বিষয়গুলো পর্যবেক্ষণ এবং বিবেচনা করার আশ্বাস দিয়েছে। তবে শর্তগুলো শিথিল না করা এবং সব নিয়োগ এজেন্সির জন্য শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত না হওয়া পর্যন্ত কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা হবে।
 

তিনি আরও জানান, দেশের শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধে যে শর্ত দেওয়া হয়েছিল, তা শিথিল করার জন্য মালয়েশিয়ার কাছে চিঠি প্রেরণ করা হয়েছে।