বাংলা নববর্ষ উপলক্ষে ফ্রিডম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় কর্মসূচি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ এপ্রিল ২০২৫ ০২:১৬ অপরাহ্ণ   |   ৩১৬ বার পঠিত
বাংলা নববর্ষ উপলক্ষে ফ্রিডম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় কর্মসূচি

ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-

 

নগরীর ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেট এলাকায় ফ্রিডম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় কর্মসূচি পালন করে। 

 

 


১৪ এপ্রিল,(১ লাভ বৈশাখ১৪৩২) সোমবার সকালে সংগঠনের সভাপতি নূর আলম সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সামাজিক সংগঠক খান মোঃ সাইফুল,সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন , স্থানীয় ক্রীড়া সংগঠক মোঃ শামীম আহমেদ। 


এছাড়া এই কার্যক্রম কে সাফল্য মন্ডিত করে তুলেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী- ক্ষুদে ডাক্তারদের মধ্যে  ইমতিয়াছ হোসেন জুবায়েদ,আফরান বিন করিম,আইরিন খান রুহানী,নাহিন মুনকার নাকিব, ফাইরুজ তাফান্নুম ইবনাত,মানহা মুতাওয়ারা ইনশা মাহফিজার রহমান মাহমুদ ,ইফতেখার খান আদর ,মোঃ মুস্তাবীন শরীফ,আহসান আলিম আখি ,হাবিবা তালুকদার তিথি ,সানজিদা পারভিন,দেব অঞ্জন আশির আহবাব প্রমুখ।


দিন ব্যাপী কার্যক্রমে প্রায় ৫শত লোক কে ফ্রিতে ব্লাড গ্রুপিং নির্ণয় করা হয়েছে বলে সংগঠনের নেতৃবৃন্দরা জানিয়েছেন।