মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি:-
বাহারি রকমের সুস্বাদু খাবারের মেলবন্ধনে প্রথমবারের মতো ঢাকার প্রাণ কেন্দ্র তেজগাঁও এর আলোকিতে এনেক্স কমিউনিকেশনস লিমিটেড আয়োজন শেষ হয়ে গেল‘মুনলাইট ফেস্টিভ্যাল সিজন ১’! এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের দুই দিন ব্যাপী বিশেষ এই আয়োজন উঠেছিল এক স্মরণীয় রাত, যেখানে খাবার আর বিনোদন মিলেছিল এক অনন্য মোড়ে।
ভোজন রসিকরা উপভোগ করতে পেরেছেন প্রচলিত সব খাবারের পাশাপাশি সিজলিং বারবিকিউ – ধোঁয়া ওঠা গরম কাবাব আর গ্রিল, ভিন্ন স্বাদের বাহারি সব স্ট্রিট ফুড, রঙিন সব মিষ্টির ভেলকি, গরম ও ঠান্ডা পানীয় স্টেশন এবং ইফতার ও সেহরির বিশেষ আয়োজন । রমজানের আনন্দকে বাড়িয়ে দিতে একই ছাদের নিচে ছিল ৪০টিরও বেশি দেশি-বিদেশি রেস্টুরেন্ট ও ফুড ব্র্যান্ড।
এটা শুধু একটি ফুড ফেস্টিভ্যাল নয় এখানে খাবারের পাশাপাশি ছিল বিনামূল্যে আকর্ষণীয় সব বিনোদনের ব্যবস্থা। একই ছাদের নিচে অতিথিরা খাবার গ্রহণের পাশাপাশি উপভোগ করতে পেরেছেন। ছিল জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান মেহেদি তরু এবং তাহসিন এম খানের সরাসরি পারফরম্যান্স ও ফায়ার স্পিনিং শো। এছাড়াও ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে আনলিমিটেড খেলাধুলার ব্যবস্থা ছিল।
এই জমজমাট উৎসবটি গতকাল বিকাল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলে । পুরো প্রাঙ্গণ জুড়ে ছিল হাজারো স্বাদের সমারোহ আর দারুণ সব আয়োজন! মুনলাইট ফেস্টিভ্যালে খাবারের পাশাপাশি ছিল চমকপ্রদ আয়োজন। এতে মেহেদি কর্নার, ক্লে স্টেশনের সঙ্গে আরো জনপ্রিয় সব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের আনাগোনা। মুনলাইট ফেস্টিভ্যাল সিজন ১ এর সম্পূর্ণ ইভেন্টটি লাইভ করেছেন জনপ্রিয় ফ্যাশন মডেল বুশরা কবির। আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় ফুড ব্লগার ফাবিহা নওশীন প্রভা, ইফরীত তাহিয়া প্রমুখ।
ইভেন্টটির স্পনসর করেছে ফুডেলা, আল আরাফাহ ইসলামি ব্যাংক, আশিয়ান সিটি এবং বেভারেজ স্পনসর হিসেবে ছিল পার্টেক্স স্টার গ্রুপের মাম। ধারণা করা হচ্ছে, এটি ২০২৫ সালের এখন পর্যন্ত সব চাইতে বড় ফুড ফেস্টিভ্যাল হতে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ইতোমধ্যেই ঝড় তুলেছে ‘মুনলাইট ফেস্টিভ্যাল’ এর আয়োজন।