দুর্গাপূজায় ভারতে যাবে ৩ হাজার টন ইলিশ

প্রকাশকালঃ ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৪৯ অপরাহ্ণ ৩১৪ বার পঠিত
দুর্গাপূজায় ভারতে যাবে ৩ হাজার টন ইলিশ

ঢাকা প্রেস নিউজ


 

আসন্ন দুর্গাপূজার আনন্দে ভারতীয়দের মুখে মিষ্টি হাসি ফোটাতে বাংলাদেশ থেকে তিন হাজার টন ইলিশ রপ্তানির সবুজ সংকেত মিলেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 

রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী মেনে এই পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। যারা ইলিশ রপ্তানি করতে চান, তাদের আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে।

 

দেশের ইলিশের সরবরাহ বাড়াতে অন্তর্বর্তী সরকার আগে ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে ইলিশ পাঠানোর অনুরোধ করা হলে এই সিদ্ধান্ত পাল্টে নেওয়া হয়েছে। গত ৫ বছর ধরে ভারত বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে আসছে। এইবারও দুর্গাপূজার সময় বাংলাদেশের সুস্বাদু ইলিশ খাওয়ার জন্য ভারতীয়রা অধীর আগ্রহে অপেক্ষা করছিল।

 

এই রপ্তানি দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। ইলিশ রপ্তানি বাড়লে মৎস্যজীবীরা ভালো দাম পাবেন এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। ইলিশ রপ্তানি থেকে প্রাপ্ত অর্থ দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করবে।