ঢাকা প্রেস নিউজ
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘ প্রতীক্ষার অবসানে দেশে ফিরছেন। বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। প্যারিস থেকে দুবাই হয়ে তিনি ঢাকা আসছেন।
অলিম্পিক কমিটির আমন্ত্রণে প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। সেখানে একটি ছোট অস্ত্রোপচারের পর তিনি চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরার সিদ্ধান্ত নিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মনোনীত করেছেন। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড. ইউনূস দেশে ফিরে আসলে তিনি দেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করবেন।