বিরোধী নেতাকর্মী-কোটা সংস্কার আন্দোলনকারীদের পুলিশ হেফাজতে নিয়ে নির্যাতন করা হচ্ছে: মির্জা ফখরুল

প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২৪ ০২:৪৮ অপরাহ্ণ ৮১৭ বার পঠিত
বিরোধী নেতাকর্মী-কোটা সংস্কার আন্দোলনকারীদের পুলিশ হেফাজতে নিয়ে নির্যাতন করা হচ্ছে: মির্জা ফখরুল

বিরোধী নেতাকর্মী এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের পুলিশ হেফাজতে নিয়ে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নেতাকর্মীদের শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে। গতকাল রবিবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। সারা দেশে ৯ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল।


বিএনপি মহাসচিব বলেন, ‘এর মধ্যে সাবেক এমপিসহ জ্যেষ্ঠ অনেক নেতা অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো পাঁচ থেকে সাত দিন করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন অসীম, সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর বিএনপি নেতা সাইফুল আলম নীরব, রফিকুল আলম মজনু, আমিনুল হকসহ অসংখ্য নেতাকর্মীকে রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন করে তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে।’ তিনি আরো বলেন, ‘নেতাকর্মীরা আদালতকে নির্যাতনের বিষয় জানানোর পরও রিমান্ড মঞ্জুর করা হচ্ছে। জেলখানার ভেতরেও তাদের নির্মম নির্যাতনের মধ্যে রাখা হয়েছে, যা আইনের পরিপন্থী।