ঢাকা প্রেস নিউজ
আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ)-২ প্রকল্পের অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার রাতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
তাদের দাবি, এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে রাখা হোক এবং প্রকল্পের আউটসোর্সিংয়ে কর্মরত সকলকে চাকরি রাজস্বে স্থানান্তর করা হোক।
বুধবার সকাল সাড়ে ৮টা থেকে নির্বাচন কমিশনের প্রধান ফটকে ৯ থেকে ২০ গ্রেড পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারী অবস্থান করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।
এই কর্মবিরতির ফলে সারা দেশের এনআইডি কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রায় ২ হাজার ২৬০ জন কর্মকর্তা-কর্মচারী এই কর্মবিরতিতে অংশগ্রহণ করছেন।