যমুনা টেলিভিশনের সাংবাদিকের উপর হামলা

প্রকাশকালঃ ৩০ জুন ২০২৪ ১২:২০ অপরাহ্ণ ৩৮৩ বার পঠিত
যমুনা টেলিভিশনের সাংবাদিকের উপর হামলা

ঢাকা প্রেস নিউজ

২৮শে জুন রাতে
রাজধানীর কুড়িল ফ্লাইওভার এলাকায় যমুনা টেলিভিশনের নিউজরুম এডিটর শরিফুল ইসলামের উপর সৈয়দ ইসলাম শাহির নামে এক ব্যক্তি ও তার সহযোগীদের সশস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে।

শরিফুল ইসলাম জানান, শুক্রবার রাতে কুড়িল ফ্লাইওভার এলাকা দিয়ে যাওয়ার সময় শাহিরসহ (৩০) একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তার সঙ্গে থাকা লাগেজ ধরে টানাটানি করে। একপর্যায়ে লাগেজটি না দিতে চাইলে শরিফকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে শাহিররা।

এই ঘটনায় আহত শরিফুল ইসলাম ভাটারা থানায় মূল অভিযুক্ত সৈয়দ ইসলাম শাহির ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

শরিফুল ইসলাম তার অভিযোগপত্রে আরও জানান, এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং তার বাম কানের পর্দা ফেটে যায়। এরপর দুর্বৃত্তরা তার মোবাইলফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে সহকর্মীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, শাহির এলাকার চিহ্নিত বখাটে। এর আগেও সে অনেককে মারধর করেছে।