বাগেরহাটের বন্যা: কৃষকেরা চরম বিপাকে

প্রকাশকালঃ ২০ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ণ ৩১৮ বার পঠিত
বাগেরহাটের বন্যা: কৃষকেরা চরম বিপাকে

ঢাকা প্রেস
বাগেরহাট প্রতিনিধি:-


বাগেরহাটে অতিবৃষ্টির ফলে কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবং হাজার হাজার মাছের ঘের ভেসে গিয়েছে। এতে কৃষকরা চরম বিপাকে পড়েছেন।

 

গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে বাগেরহাট জেলা প্লাবিত হয়েছে। এতে সবজি, ধানসহ বিভিন্ন ফসলের বিস্তীর্ণ জমি পানিশোষিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রায় ২১ হাজার কৃষকের ৩৭ কোটি টাকার ফসল নষ্ট হয়েছে।
 

এছাড়াও, জেলার বিভিন্ন উপজেলায় হাজার হাজার মাছের ঘের ভেসে গিয়েছে। বিশেষ করে গলদা চিংড়ি চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৎস্য বিভাগের হিসাব অনুযায়ী, সাড়ে ৭ হাজার মাছের ঘের ভেসে গিয়েছে এবং প্রায় ১২ কোটি টাকার মাছ নষ্ট হয়েছে।

 

অনেক কৃষক ব্যাংক ঋণ নিয়ে মাছ চাষ করতেন। এবারের ক্ষতিতে তারা নিঃস্ব হয়ে পড়েছেন। অন্যদিকে, ফসল নষ্ট হওয়ায় খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

 

ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তারা চিংড়ি চাষকে টিকিয়ে রাখার জন্য সরকারি সহায়তা চান।

বাগেরহাটে অতিবৃষ্টির ফলে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সরকারকে দ্রুত এগিয়ে এসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে।