ফতুল্লার সস্তাপুরে দুর্ধর্ষ ডাকাতি: আটক একজন, অধরা বাকিরা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ মে ২০২৫ ০৪:১৭ অপরাহ্ণ   |   ৯৫ বার পঠিত
ফতুল্লার সস্তাপুরে দুর্ধর্ষ ডাকাতি: আটক একজন, অধরা বাকিরা

ঢাকা প্রেস-বিশেষ প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালার বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী অস্ত্রধারী ছয় সদস্যের ডাকাত দল ভোর রাতে বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে প্রবেশ করে। প্রথমেই তারা ব্যবসায়ীর ছোট ছেলে আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। এরপর নাসরিনের শরীর থেকে এবং আলমারি ভেঙ্গে মোট ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাত লাখ টাকা লুটে নেয়।
 

ডাকাতি শেষে দলটি পালানোর সময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকা ত্যাগ করে। পুরো ঘটনায় বাড়ির ভেতরে ও বাইরে অবস্থান করছিলো ডাকাত দলের আরও কয়েকজন সদস্য।
 

এ ঘটনায় একজন ডাকাত ফেলা আটক হলেও বাকি সদস্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ডাকাত দলের এক সদস্য টুপি পরিহিত অবস্থায় রয়েছে। পরবর্তীতে তাকে সদ্য বহিষ্কৃত ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঙ্গে একটি ছবিতে দেখা গেছে। এতে ডাকাত দলের সঙ্গে রিয়াদের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে।
 

এ বিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
 

জনমনে প্রশ্ন, সিসিটিভিতে স্পষ্টভাবে শনাক্ত হওয়া সত্ত্বেও একজন ডাকাত সদস্য এখনো কেন ধরা পড়েনি? রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই কি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে?