শোক সংবাদ: বন্দরটিলায় নূরুল ইসলাম (ভলন সওদাগরের) মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ.…!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ জুলাই ২০২৫ ০২:৩৬ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
শোক সংবাদ: বন্দরটিলায় নূরুল ইসলাম (ভলন সওদাগরের) মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ.…!

হোসেন বাবলা-ঢাকা প্রেস:-


 
নগরীর দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ডস্থ( নয়ারহাট)বক্স আলী মুন্সী জামে মসজিদের সাবেক সভাপতি, প্রবীণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ নূরুল ইসলাম প্রকাশ (ভলন সওদাগর) আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় নিজ বাড়িতে  ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি.......... রাজেউন...!

 

আজ বাদে আছর ( বিকেল সাড়ে ৪টায়) বক্স আলী মুন্সী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা শেষে মহল্লার কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পরিবারের সূত্রে জানা গেছে।
 

মরহুম নূরুল ইসলাম ( ভলন সওদাগর) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, সিনিয়র যুগ্ম সম্পাদক -মোঃ জাবেদ আনসারী,৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক -মোঃ শরীফ, মোঃ আলী সাজু,সাংগঠনিক সম্পাদক -মোঃ আলমগীর ,যুবদলের হোসেনী মোবারক রিয়াদ, মোঃ আজীম সোহেল, স্বেচ্ছাসেবক দলের মোঃ ইউসুফ, রায়হান সাদ্দাম রানা, কৃষক দলের সাহেদ আলী, মাসুদ হোসেন রনি,ছাত্রদলের আকিব জাভেদ, সম্রাট,রুপি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বক্স আলী মুন্সী জামে মসজিদের পরিচালনা কমিটি ও শোক প্রকাশ করেছেন।
 

নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন