নিজস্ব প্রতিবেদক:-
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে ৩০ জুন জেলা প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত উৎসব মুখর পরিবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম (রিপন)। আরও উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার আবু সাইদ সাধারণ সম্পাদক, গ্রাম ডাক্তার জিএম মজুমদার সহ-সভাপতি, গ্রাম ডাক্তার বিএম জয়নুল আবেদীন সহ-সভাপতি, গ্রাম ডাক্তার আবদুল মান্নান সহ-সভাপতি, গ্রাম ডাক্তার উত্তম কুমার যুগ্ম সাধারণ সম্পাদক, গ্রাম ডাক্তার আবদুস সালাম মুন্সী যুগ্ম সাধারণ সম্পাদক, গ্রাম ডাক্তার খানজাহান যুগ্ম সাধারণ সম্পাদক, গ্রাম ডাক্তার রাজিব হাওলাদার সহ- সাংগঠনিক সম্পাদক, গ্রাম ডাক্তার সাংবাদিক আমিনুল ইসলাম বুলবুল প্রচার সম্পাদক (কেন্দ্রীয় কমিটি) আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের পরিচালক , গ্রাম ডাক্তার সজীব রায়হান সদস্য, গ্রাম ডাক্তার আল মামুন সদস্য কেন্দ্রীয় কমিটি। আরো উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার মহসিন আলম রাজশাহী বিভাগ দায়িত্ব প্রাপ্ত, গ্রাম ডাক্তার এ্যাডভোকেট রুকন উদ্দিন সভাপতি নেত্রকোনা জেলা, গ্রাম ডাক্তার আবু সাইদ চৌধুরী সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা, গ্রাম ডাক্তার আশরাফ সিদ্দিকী সাধারণ সম্পাদক টাংগাইল জেলা, গ্রাম ডাক্তার আবদুল আলিম সাংগঠনিক সম্পাদক টাংগাইল জেলা, গ্রাম ডাক্তার মোঃ তালেব উল্লাহ সাধারণ সম্পাদক বরগুনা জেলা, গ্রাম ডাক্তার দুলাল চন্দ্র মজুমদার সভাপতি চাঁদপুর জেলা, গ্রাম ডাক্তার আজগর আলী পাটওয়ারী সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা, গ্রাম ডাক্তার মনিরুল ইসলাম মুকুল সভাপতি সিরাজগঞ্জ জেলা, গ্রাম ডাক্তার এমএ কাইয়ুম চুন্নু উপদেষ্টা, গ্রাম ডাক্তার জিয়াউল হক জোবায়ের নির্বাহী সদস্য বরগুনা জেলাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন গ্রাম ডাক্তার আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি। সভায় গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং উপস্থিত সকলের মতামত নিয়ে তা বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। আর যে সকল জেলার নেতৃবৃন্দ উপস্থিত হতে পারেননি, সভায় সকলে মিলে যে নীতিগত সিদ্ধান্ত নিবে তা বাস্তবায়নের জন্য আশ্বাস প্রদান করেন। ইনশাআল্লাহ চলতি বছরের জুলাই থেকে তা কার্যকর করা হবে বলে সকলে একমত পোষণ করেন। সকলের সভায় উপস্থিত হওয়ার জন্য সভাপতি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার মুলতবি ঘোষণা করে বলেন , দেশের সকল গ্রাম ডাক্তার ভাই ও বোনদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রম ও মানুষের পাশে থেকে সেবা দেওয়ার জোর আহ্বান জানান।