ধর্মের নামে ‘ট্যাবলেট বিক্রি’ করে জনগণকে প্রতারণা করা হচ্ছে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সালাহউদ্দিন বলেন, “ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। বলা হচ্ছে—একটু মার্কায় ভোট দিলে জান্নাতে যাবে। কিন্তু ইহজীবনে কীভাবে চলবে, দেশের জন্য কী পরিকল্পনা—এসবের কোনো উত্তর নেই। যাদের কোনো আদর্শ নেই, নীতি নেই, পরিকল্পনা নেই—তারা ধর্মের নামে প্রতারণা করছে, জনগণ তাদের চিনে ফেলেছে।”
ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যারা বিনা কষ্টে জান্নাত চান, তাদের আগে জানা উচিত—সেই বাসস্ট্যান্ড কোথায়। জনগণ সব বোঝে। বিএনপি পরিকল্পনা করছে, কারণ পরিকল্পনা ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। পরিকল্পনা না করলে তা ব্যর্থতার পরিকল্পনারই সমান।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের কাছে ভোট চাইছে দেশের কল্যাণ ও অর্থনৈতিক মুক্তির জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে। আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করি না। জনগণের জন্য কী করতে পারব—তা স্পষ্টভাবে জানাতে চাই।”
বক্তৃতায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ও তারেক রহমানের ‘রাজনৈতিক সংগ্রাম’ উল্লেখ করে তিনি দাবি করেন, “বাংলাদেশ মানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গণতন্ত্রের অপর নাম বিএনপি।”
জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং খালেদা জিয়ার সংসদীয় পদ্ধতি চালু ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তনের কথা তুলে ধরেন তিনি।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি ফ্যামিলি কার্ড, ফার্মস কার্ড, স্বাস্থ্য কার্ডসহ ‘দেশ গড়া পরিকল্পনা’র বিভিন্ন দিক সাধারণ মানুষের ভাষায় তুলে ধরার নির্দেশ দেন। তিনি বলেন, “আমজনতার ভাষায় কথা বলতে হবে। ইংরেজিতে বললে হবে না। সহজভাবে বুঝাতে হবে বিএনপির পরিকল্পনা কী।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘দেশ গড়া পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।