পুলিশ ক্লিয়ারেন্স ও নাগরিকত্ব সনদসহ বেশ কয়েকটি সেবার ফি বাড়িয়েছে সরকার

প্রকাশকালঃ ১২ ডিসেম্বর ২০২৪ ০৩:২৩ অপরাহ্ণ ০ বার পঠিত
পুলিশ ক্লিয়ারেন্স ও নাগরিকত্ব সনদসহ বেশ কয়েকটি সেবার ফি বাড়িয়েছে সরকার

ঢাকা প্রেস নিউজ
 

বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স, দ্বৈত নাগরিকত্ব সনদ, নাগরিকত্ব সনদ, স্থায়ী আবাসিক সুবিধা, দত্তক সনদসহ বিভিন্ন সেবার ফি সম্প্রতি বাড়িয়েছে সরকার। একইসঙ্গে বিদেশি নাগরিকদের বাংলাদেশে অবস্থান নিয়মিতকরণের ফিও বাড়ানো হয়েছে।
 

এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি পৃথক পরিপত্রে এসব পরিবর্তনের তথ্য জানানো হয়েছে।
 

এতে বলা হয়, ২০১১ সালের ১৫ মার্চ জারি করা পরিপত্র অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্সের ফি ছিল ৫০০ টাকা, যা এখন তিনগুণ বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। এছাড়া দ্বৈত নাগরিকত্বের ফি ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে।
 

আরো উল্লেখযোগ্য পরিবর্তন হলো, বাংলাদেশের নাগরিকত্ব সনদ ফি ৪,০০০ টাকা থেকে ২০,০০০ টাকায় বৃদ্ধি করা হয়েছে, যা পাঁচ গুণ বেশি। একইভাবে, বাংলাদেশি নাগরিকত্ব পরিত্যাগের ফি ৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা, স্থায়ী আবাসিক সুবিধার ফি ৭,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকায় এবং দত্তক সনদের ফি ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকায় বৃদ্ধি করা হয়েছে।
 

তবে, ২০১২ সালের পরিপত্র অনুযায়ী, বাংলাদেশে শিল্প বা ব্যবসায় কমপক্ষে ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগকারী বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রয়োজন ছিল না, যা আগের মতোই বহাল থাকবে। অন্যদিকে, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) প্রক্রিয়ায় আসা বিদেশি নাগরিকদের জন্য ৮০ ডলার ফি আরোপ করা হয়েছে।