গাইবান্ধা সাবেক এমপি শাহ সরোয়ার কবির গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ   |   ৪৩ বার পঠিত
গাইবান্ধা সাবেক এমপি শাহ সরোয়ার  কবির গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি:-

 

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের গাইবান্ধা জেলা শাখার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, শাহ সরোয়ার কবিরকে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা পুলিশের একটি বিশেষ টিম।

মঙ্গলবার ভোররাতে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনা করে জেলা পুলিশের একটি বিশেষ ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা। 

তবে কোন অভিযোগে বা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত আনুষ্ঠানিক কোনো তথ্য এখনো জানানো হয়নি।

শাহ সরোয়ার কবির গাইবান্ধা জেলার রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং এলাকায় বেশ প্রভাবশালী হিসেবে পরিচিত।

এ বিষয়ে আইনশৃঙ্খলা  রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হলে পরবর্তী খবরে তা তুলে ধরা হবে।