ঢাকা প্রেস
সোহাগ আহম্মেদ,বিশেষ প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী কৃষ্ণ চন্দ্র সরকার গতকাল রাতে গ্রেফতার হয়েছেন।
তিনি কালীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ও সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে গত আওয়ামী সরকারের আমলে কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে বিতর্কিত হন। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেওয়ার পর বিতর্কের মুখে তাকে প্রধান শিক্ষকের দায়িত্ব ছেড়ে দিতে হয়। তার এই গ্রেফতার নিয়ে এলাকার মানুষদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।