যশোরে পিস্তল, গুলি ও মাদকসহ দুইজন গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ নভেম্বর ২০২৪ ০৭:১৭ অপরাহ্ণ   |   ৫১৬ বার পঠিত
যশোরে পিস্তল, গুলি ও মাদকসহ দুইজন গ্রেপ্তার

ঢাকা প্রেস,নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি:-

 

যশোরের অভয়নগরে যৌথবাহিনী একটি অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি এবং ব্যাপক পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন স্থানীয় ব্যবসায়ী এবং আরেকজন সাংবাদিক।
 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ব্যবসায়ী নুরুজ্জামান রিপনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি জাপানি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে, সাংবাদিক ইমন হাসানকে আটক করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশে থেকে ব্যাপক পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
 

এই ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।