বাংলাদেশের পানির অধিকার: ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ

প্রকাশকালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৪৮ অপরাহ্ণ ৪৫৯ বার পঠিত
বাংলাদেশের পানির অধিকার: ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ

ঢাকা প্রেস নিউজ
 

বাংলাদেশের পানির অধিকার নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ শিগগিরই নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
 

আজ এক সেমিনারে তিনি বলেন, “আন্তর্জাতিক নদীর পানি ভাগাভাগি একটি জটিল বিষয় হলেও জরুরি তথ্য ভাগাভাগি রাজনীতি নয়। বৃষ্টিপাতের পরিমাণ, নদীর গতিপথ—এসব তথ্য শেয়ার করা মানুষকে রক্ষা করতে সাহায্য করবে।”
 

সৈয়দা রিজওয়ানা আরও বলেন, “আমরা জোরালোভাবে বাংলাদেশের দাবি জানাব। শুধু আন্তর্জাতিক নদী নয়, অভ্যন্তরীণ নদীগুলোকেও বাঁচাতে হবে।”
 

বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, পরিবেশবিদ এবং সরকারি কর্মকর্তারা অংশ নেন। তারা নদী ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক আইনের প্রয়োগ এবং দ্বিপাক্ষিক আলোচনার ওপর জোর দেন।