মেহেরপুর সড়কে পুনরায় ডাকাতির চক্রান্ত: দুইজন আহত

প্রকাশকালঃ ০২ নভেম্বর ২০২৪ ০৪:১৯ অপরাহ্ণ ৪১৯ বার পঠিত
মেহেরপুর সড়কে পুনরায় ডাকাতির চক্রান্ত: দুইজন আহত

ঢাকা প্রেস
মেহেরপুর প্রতিনিধি:-


কুষ্টিয়া-মেহেরপুর সড়কের শুকুরকান্দি এলাকায় গত শুক্রবার রাতে আবারও সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ১০-১৫ জনের একটি ডাকাতদল রাত সাড়ে তিনটার দিকে সড়কে গাছ ফেলে ঢাকা থেকে আসা একটি পরিবহন ও কয়েকটি ট্রাক আটকে দেয়। পরে তারা যাত্রী ও চালকদের উপর হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফোন লুট করে নিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় গাংনী উপজেলার বাওট গ্রামের সজিব মিয়া (৩৫) এবং ছাতিয়ান গ্রামের সুমন হোসেন (৩০) নামে দুইজন ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ তদন্ত শুরু করেছে। ডাকাতদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চলছে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাতেও একই স্থানে একই ধরনের ডাকাতির ঘটনা ঘটেছিল। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি। স্থানীয় বাসিন্দারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। তাদের দাবি, এই এলাকায় ডাকাতি বেড়ে যাওয়ার প্রধান কারণ পুলিশের যথাযথ টহল না থাকা।