স্যামন মাছ ২ ক্যান (১৬ আউন্স), মাখন ৩ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ, সেলেরি টুকরা আধা কাপ, রসুনগুঁড়া ১ চা-চামচ, মুরগির ব্রথ ২ কাপ, সেদ্ধ আলু টুকরা করা ২ কাপ, গাজর টুকরা ২টি, লবণ ১ চা-চামচ বা স্বাদমতো, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, ড্রাইড ডিল ১ চা-চামচ, ক্রিম দেওয়া কর্ন ১ ক্যান (১৫ আউন্স), এভাপোরেটেড মিল্ক ১ ক্যান (১২ ফ্লুইড আউন্স) ও গ্রেট করা চেডার চিজ আধা পাউন্ড।
প্রণালি
একটা পাত্রে মাঝারি আঁচে মাখন গলিয়ে নিন। তাতে পেঁয়াজ, সেলেরি ও রসুনগুঁড়া দিয়ে নেড়ে ভেজে নিন।
পেঁয়াজ নরম হয়ে এলে এতে গাজর, আলু ও মুরগির ব্রথ দিয়ে নেড়ে দিন। এরপর এতে গোলমরিচের গুঁড়া, লবণ ও ডিল দিন। বলক উঠলে জ্বাল কমিয়ে ঢেকে দিন।
মাঝেমধ্যে নেড়ে দিন।
২০ মিনিট পর এতে স্যামন মাছ, এভাপোরেটেড মিল্ক ও পনির দিন। সবকিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিন।
বলক উঠে মোটামুটি ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।