ওমরাহ ভ্রমণে বেশি অর্থ না নেওয়ার পরামর্শ

প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৩ ০১:৫৪ অপরাহ্ণ ২৮৬ বার পঠিত
ওমরাহ ভ্রমণে বেশি অর্থ না নেওয়ার পরামর্শ

মরাহযাত্রীদের বেশি পরিমাণ নগদ অর্থ ও দামি গহনা বহন না করার পরামর্শ দিয়েছে সৌদি আরব। গত ১ এপ্রিল এক টুইট বার্তায় বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের উদ্দেশ্যে এ আহ্বান জানায় দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তাতে সর্বোচ্চ ৬০ হাজার সৌদি রিয়াল বা ১৬ হাজার ডলার পর্যন্ত ওমরাহযাত্রীরা নিতে পারবে বলে উল্লেখ করা হয়।  

বিবৃতিতে দাপ্তরিক ওয়েবসাইট থেকে ব্যাংক অ্যাপ ডাউনলোড করার আহ্বান জানিয়ে বলা হয়, ওমরাহযাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ও অর্থ লেনদেনের তথ্য অপরিচিত কাউকে জানানো অনুচিত। তা ছাড়া অচেনা উৎস থেকে আসা খুদে বার্তা উপেক্ষা করার পাশাপাশি কারো কাছে অর্থ পাঠানোর আগে এর লিংক যাচাই করতে হবে।  

মন্ত্রণালয় আরো জানায়, কেউ প্রতারণার শিকার হলে বা কাউকে প্রতারক হিসেবে সন্দেহ হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয় এবং প্রতারণামূলক বার্তা ৩৩০৩৩০ নম্বরে ফরোয়ার্ড করতে বলা হয়।