আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ স্কুলের শিক্ষক ও বহু শিক্ষার্থী হতাহত হয়েছে।
তাদের স্মরণে মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। পাশাপাশি জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা হতাহতদের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।
এদিন রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে জেলায় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
মঙ্গলবার সকালে জেলার অনান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় চিলমারীর হলি চাইল্ড এভার কেয়ার স্কুলের জাতীয় পতাকা অর্ধনমিত রেখে এক মিনিট নীরবতা পালন করে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে নিহতদের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।
স্কুলের সহকারী শিক্ষক রেজাউল করিম বলেন, প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ নিষ্পাপ শিশুদের মতো পরিণতি যাতে আর কোনো শিক্ষার্থীর না হয়। এছাড়া শিক্ষিকা মাহারিন যে দায়িত্বের পরিচয় দিয়ে এতোগুলো জীবন বাঁচিয়ে নিজেই চলে গেলেন না ফেরার দেশে। তার আত্মার জন্য সৃষ্টিকর্তার নিকট শান্তি কামনা করছি।
কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (আইসিটি) মো. আল-আমিন হক বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় হতাহতদের প্রতি কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করছে। স্কুল কর্তৃপক্ষের আয়োজনে সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা দোয়ায় অংশ নেয়।
উল্লেখ্য, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন।