বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক মুক্তি: আইনমন্ত্রীর বক্তব্য

প্রকাশকালঃ ০১ আগu ২০২৪ ০৪:০৯ অপরাহ্ণ ৬৫৮ বার পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক মুক্তি: আইনমন্ত্রীর বক্তব্য

ঢাকা প্রেস নিউজ


ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর দেড়টায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

 

এই ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, "ডিবি কার্যালয়ে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক তাদের নিরাপত্তার প্রয়োজন নেই বলে জানিয়েছেন। তারা চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় তাদের বাধা দেওয়া হয়নি।"
 

মুক্তিপ্রাপ্ত ছয় সমন্বয়ক হলেন: মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।
 

উল্লেখ্য, গত ২৬ জুলাই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার এবং ২৭ জুলাই সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। পরবর্তীতে ২৮ জুলাই রাতে ডিবি হেফাজতে থেকে তারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এই ঘটনা নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনা শুরু হওয়ার পর তাদের মুক্তির বিষয়ে আদালতে রিটও করা হয়েছিল।