আবদার-তদবির নয়, দেশ গঠনে পরামর্শ চান উপদেষ্টা আসিফ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ আগu ২০২৪ ০৩:২২ অপরাহ্ণ   |   ৫৯৪ বার পঠিত
আবদার-তদবির নয়, দেশ গঠনে পরামর্শ চান উপদেষ্টা আসিফ

ঢাকা প্রেস নিউজ


অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাধারণ মানুষকে আবদার-তদবির থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "ব্যক্তিগত লাভের আশায় আবদার, তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশগঠনে পরামর্শ থাকলে জানাবেন।"

 

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে তিনি নিজের ফেসবুক পেজে এ আহ্বান জানান। এর আগে, তিনি অন্য ১২ জনের সাথে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন।
 

দেশ গঠনে সবার অংশগ্রহণের আহ্বান

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এ আহ্বান দেশের উন্নয়নে সবার অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে। তিনি জনগণকে তাদের মূল্যবান পরামর্শ দিতে উৎসাহিত করেছেন।