ঢাকা প্রেস নিউজ
গত রোববার (২৫ আগস্ট), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে এই অর্থের চেক হস্তান্তর করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন নিজে এই চেকটি সমন্বয়ক সারজিস আলমের কাছে তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মহাপরিচালক তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
সমন্বয়ক সারজিস আলম ফায়ার সার্ভিসের এই উদারতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুর্যোগের সময় ফায়ারফাইটাররা সবসময় মানুষের পাশে থাকেন। তিনি ফায়ার সার্ভিসের এই মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ফায়ার সার্ভিস এর আগেও ফেনী ও নোয়াখালীতে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ত্রাণ সামগ্রী প্রেরণে সহযোগিতা করেছিল।
এই অনুষ্ঠানে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়করা উপস্থিত ছিলেন।