ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
সিইসি ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনাররা বৈঠকে উপস্থিত রয়েছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনা অংশ নিচ্ছে।
গত সপ্তাহে তফসিল প্রস্তুতি ও নির্বাচন-সম্পর্কিত আলোচনায় বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিকে ভোট প্রস্তুতি ও তফসিল ঘোষণাকে সামনে রেখে নির্বাচন কমিশন গতকাল রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে। ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ‘সম্পূর্ণ প্রস্তুত’ থাকার বিষয়টি তাঁকে অবহিত করেছে ইসি। প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সভাপতিত্বে কমিশনের সভাও অনুষ্ঠিত হয়।