কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে ১৫ জন অপহৃতকে উদ্ধার। 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ জানুয়ারি ২০২৫ ১২:১১ অপরাহ্ণ   |   ১২২ বার পঠিত
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে ১৫ জন অপহৃতকে উদ্ধার। 

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন ( ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-


কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের স্বীকার ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। অভিযানে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা গেলেও অনেকেই পালিয়ে গেছে বলে জানা গেছে। 


২৪ জানুয়ারি শুক্রবার দুপুর ১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকার একটি গহীন পাহাড়ে এ অভিযান চালায় টেকনাফ থানা পুলিশ। অভিযানে আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামের মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)। তারা দীর্ঘদিন ধরে এই অপহরণ বাণিজ্য চালিয়ে আসছিলো। 


উদ্ধারকৃতদের মাঝে রয়েছে, ৫ জন বাংলাদেশি, ১০ জন রোহিঙ্গা, যাদের মধ্যে ছিলো ৬ জন শিশুও। তারা উখিয়া ও টেকনাফের শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।


উদ্ধারকৃতদের ভাষ্যমতে , অপহরণকারীরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ১০/১৫ দিন ধরে ধাপে ধাপে ঘটনাস্থলে (গহীন পাহাড়ে) নিয়ে আসে এবং পরে নির্যাতন চালিয়ে অপহৃতদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। 


এ ব্যপারে কক্সবাজারের জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে যথাযথ  আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে।