শীতার্তদের পাশে কণ্ঠশিল্পী কনকচাঁপা

প্রকাশকালঃ ০৪ জানুয়ারি ২০২৫ ০৮:০৯ অপরাহ্ণ ০ বার পঠিত
শীতার্তদের পাশে কণ্ঠশিল্পী কনকচাঁপা

ঢাকা প্রেস,সিরাজগঞ্জ প্রতিনিধি:-

 

সিরাজগঞ্জের কাজিপুরে শীতের তীব্র কষ্টে দিন কাটাচ্ছেন অনেক মানুষ। এই পরিস্থিতিতে উপমহাদেশের খ্যাতনামা সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা তাদের সহায়তায় এগিয়ে এসেছেন।
 

শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১১টায় কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে কামরুল হাসান তরুর বাড়ির আঙিনায় শীতার্তদের মধ্যে ১ হাজার ৮০০ কম্বল বিতরণ করেন কনকচাঁপা। কাজিপুর পৌরসভা, ১২টি ইউনিয়ন এবং সিরাজগঞ্জ সদরের ৫টি ইউনিয়নের শীতার্ত মানুষদের মাঝে তিনি এই সহায়তা পৌঁছে দেন।
 

কম্বল বিতরণ অনুষ্ঠানে কনকচাঁপা বলেন, “আমার জন্মভূমির অনেক মানুষ চরাঞ্চলে বসবাস করে, যারা শীতে প্রচণ্ড কষ্টে থাকে। তাদের জন্য একটি কম্বল দেওয়া হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু আমার জন্য এটি শান্তির। যদি আরও বেশি কিছু করতে পারতাম, তাহলে আরও ভালো লাগত। আমি একজন শিল্পী, আমার সামর্থ্য সীমিত। তবে, যতটুকু আছে তা নিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত।”
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক তরফদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরুল কায়েসসহ আরও অনেক নেতা-কর্মী।
 

এর আগে, শুক্রবার সকালে কাজিপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন কনকচাঁপা। ডগডগিয়া থেকে সোনামুখি বাজার পর্যন্ত পথসভায় অংশ নিয়ে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন তিনি। চালিতাডাঙ্গা, মাইজবাড়ি, ঢেকুরিয়া বাজার এবং কাজিপুর থানার প্রধান সড়কেও সভা করেন। স্থানীয়রা তাদের প্রিয় শিল্পীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।