চাঁদপুরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্য, ৫৭ জেলে আটক

প্রকাশকালঃ ২২ অক্টোবর ২০২৪ ০১:১৬ অপরাহ্ণ ৪৩২ বার পঠিত
চাঁদপুরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্য, ৫৭ জেলে আটক

ঢাকা প্রেস
চাঁদপুর জেলা প্রতিনিধি:-

 

চাঁদপুর: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে চাঁদপুর নৌ-অঞ্চলে ৫৭ জন জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এই জেলেদের গ্রেপ্তার করা হয়।
 

চাঁদপুর নৌ-অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় চালানো অভিযানে নৌ-পুলিশের ১২টি ফাঁড়িতে ৫ লাখ ২৬ হাজার ২০০ মিটার জাল, ১০টি নৌকা এবং ১৪৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
 

আটককৃতদের মধ্যে ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৯ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকিদের অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
 

চাঁদপুর জেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, শুধুমাত্র চাঁদপুর সদর উপজেলায় ৩৪ জনের বিরুদ্ধে জেল ও জরিমানার রায় হয়েছে।
 

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, পদ্মা-মেঘনা নদীর হরিনা, বহরিয়া, গাজীর টেক ও আনন্দ বাজার এলাকায় পরিচালিত অভিযানে জেলা ও উপজেলা টাস্কফোর্স এই জেলেদের আটক করে। এ সময় জেলেদের কাছ থেকে ইঞ্জিন চালিত দুটি মাছ ধরার নৌকা, ২৫ কেজি ইলিশ এবং ১০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়।
 

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এছাড়া, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করে।