আন্দোলন আহতদের চিকিৎসায় সরকারের উদ্যোগ

প্রকাশকালঃ ১৬ আগu ২০২৪ ০২:৫১ অপরাহ্ণ ৩৫১ বার পঠিত
আন্দোলন আহতদের চিকিৎসায় সরকারের উদ্যোগ

ঢাকা প্রেস নিউজ


দেশব্যাপী চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার দায়িত্ব সরকার নিজের ওপর নিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। পাশাপাশি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে আহতদের বিল মওকুফ করার বা কমপক্ষে ন্যূনতম বিল গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইতোমধ্যে অনেক বেসরকারি হাসপাতাল স্বতঃস্ফূর্তভাবে আহতদের বিল মওকুফ করেছে। অধিদপ্তর তাদের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
 

স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই অনুরোধ করা হয়েছে।
 

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৫ আগস্ট জনরোষের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। পরবর্তীতে ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে।
 

এই পদক্ষেপকে সরকারের মানবতাবাদী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিত করা একদিকে যেমন নৈতিক দায়িত্ব, অন্যদিকে এটি জনগণের মনে সরকারের প্রতি আস্থা সৃষ্টি করতে পারে।