ফেরদৌস আরা বেগম বলেন, অর্থনীতিতে প্রাইভেট সেক্টরের অবদান হচ্ছে ৭৫ থেকে ৮০ শতাংশ। কিন্তু সে তুলনায় বাণিজ্যিক সুবিধা নিয়ে আলাপ-আলোচনায় এই ফোরামে খুব বেশি একটা অংশগ্রহণ নেই। অ্যান্টি ডাম্পিং পণ্যের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে আরো বেশি মনোযোগী হতে হবে। বাণিজ্য আলোচনা দিন দিন কঠিন হয়ে পড়ছে। ডাব্লিউটিওতে রুলস অব ল-এর পরিবর্তে ক্ষমতার প্রভাব বেশি লক্ষণীয়। ডাব্লিউটিওর গ্রিন রুমে যে আলোচনা হয় তা কেউই জানতে পারে না। তিনি বলেন, ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন বাড়াতে হবে।