
কুমিল্লার দেবিদ্বারে ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে প্রশাসনের অভিযানে দুটি ড্রেজার অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।