শুটিংয়ে ইরফান সাজ্জাদ শোক কাটিয়ে যমজ সন্তানের

প্রকাশকালঃ ০৮ জুন ২০২৩ ০৬:০৩ অপরাহ্ণ ২১৯ বার পঠিত
শুটিংয়ে ইরফান সাজ্জাদ শোক কাটিয়ে যমজ সন্তানের

ময়ের হিসেবে আজ ঠিক এক মাস। গত ৫ মে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ তাঁর স্ত্রী শারমীন সাজ্জাদকে নিয়ে জীবনের কঠিন সময় পার করছিলেন। ঢাকায় ফেরার বিমান টিকিট নিশ্চিত থাকা সত্ত্বেও যমজ সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে এদিন ছুটতে হয় হাসপাতালে। একটা পর্যায়ে হাসপাতাল থেকে চিকিৎসকেরা জানান, পৃথিবীর আলো দেখার অপেক্ষায় থাকা তাঁর দুই সন্তান মারা গেছে। স্ত্রীর অবস্থাও বেশ সংকটাপন্ন। 

জীবনের সেই কঠিন দিনটির পর এক মাস পার হয়েছে। বিচিত্র মানুষের জীবন। মানুষকে শোক ভুলে ফিরতে হয় কাজে। ইরফান সাজ্জাদও ফিরেছেন। এক মাসের মাথায় নতুন নাটকের শুটিং করলেন।


ঢাকার মহাখালীর কড়াইল বস্তিতে আজ রোববার সকাল থেকে শুটিং করেন ইরফান সাজ্জাদ। ‘চেকমেট’ নামের এই নাটকে তাঁর সহশিল্পী তানিয়া বৃষ্টি। ‘তবু জীবন থেমে থাকে না। অনেক দিন পর কাজে ফিরলাম’—ফেসবুকে দুটি স্থিরচিত্র পোস্ট করে এভাবেই শুটিংয়ে ফেরার কথা জানালেন অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ।

আজ রোববার সন্ধ্যায় পোস্ট করা এসব স্থিরচিত্রের মাধ্যমে জানা গেল, ঈদের জন্য নাটকের শুটিং করছেন তিনি। এ সূত্র ধরেই কথা হয় ইরফান সাজ্জাদের সঙ্গে। বললেন, ‘কয়েক দিন আগে স্ত্রীকে নিয়ে চেন্নাই থেকে ঢাকায় ফিরেছেন। কয় দিন বাসায় ছিলেন। ইরফানের মাও চট্টগ্রাম থেকে পুত্রবধূর দেখভালের জন্য ঢাকায় এসেছেন। বাসায় আছেন ইরফানের বোনও। পরিচালকদেরও একটা অনুরোধ ছিল, তাই নিজেকে সামলে নিয়ে শুটিংয়ে ফিরেছেন।’

ইরফান সাজ্জাদ বললেন, ‘ঢাকায় ফেরার পর একটি সরকারি তথ্যচিত্রের শুটিং করেছিলাম। নাটকের শুটিং আজ। ভাবছিলাম, নাটকের শুটিং আরও কয়েক দিন পর শুরু করব। কিন্তু এভাবে বসে থাকলেও তো চলবে না। আমি যদি নিজেকে সামলে না নিই, শারীর ও মন আরও ভেঙে পড়বে। তাই কাজ শুরু করলাম। পরিচালক-প্রযোজকদেরও চাওয়া ছিল, যেন ঈদের জন্য শুটিং করি। সবকিছু মিলিয়ে কাজে ফেরা।’


জানা গেছে, এই নাটকে ইরফান সাজ্জাদ একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন। মাদকের চোরাকারবারি গ্যাং আটক করতে ছদ্মবেশে কড়াইল বস্তিতে আশ্রয় নেন। একটা চোরাকারবারি আটকের মিশন সফল হয়। ‘চেকমেট’ নামের এই নাটকের পরিচালক জামাল মল্লিক। এদিকে যমজ সন্তান হারানোর শোক কাটিয়ে ইরফান সাজ্জাদের শুটিংয়ে ফেরার খবরে তাঁর সহকর্মী ও ভক্তরা নানাভাবে শুভকামনা জানিয়েছেন।

আগামী জুলাই মাসে ঘরে আসার কথা ছিল ফুটফুটে দুই যমজ ছেলে-মেয়ের। এই খবরে দীর্ঘদিন ধরে অসুস্থ স্ত্রীও মানসিকভাবে শক্তি পাচ্ছিলেন। অনাগত সন্তানের পথ চেয়ে প্রস্তুতিই নিচ্ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও তাঁর স্ত্রী শারমিন সাজ্জাদ। দুজন মিলে অনাগত ছেলের নাম রেখেছিলেন প্রিয়, মেয়ের নাম মায়া। ৫ মে ভারতের চেন্নাই থেকে দেশে ফেরার সব ঠিকঠাকই ছিল। ফেরার ঠিক আগ মুহূর্তে স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। করা হয় অস্ত্রোপচার। অস্ত্রোপচারে দুই সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি। স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক ছিল। এরপর সপ্তাহ তিনেক চেন্নাইয়ে থাকার পর সম্প্রতি ঢাকায় ফিরেছেন।