মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৯ টায় হতে দিনব্যাপী নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরাম এর আয়োজনে এবং ডেমক্রেসি ওয়াচ এর সহযোগিতায় গণতন্ত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে ।
গণতন্ত্র উৎসব বাস্তবায়ন উপলক্ষে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুস সামাদ এর নেতৃত্বে রালী বাহির হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদিক্ষণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়ে গণতন্ত্র উৎসব এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নাগরিক প্লাটফর্ম এর সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক শাহআলম এর সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ নাকিব হাসান তরফদার, ডেমক্রেসিওয়াচ এর নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ, যুব উন্নয়ন এর সহকারী পরিচালক মিজানুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম,চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু,নাগরিক প্লাটফর্ম এর সদস্য জোনাব আলী প্রমুখ।
গণতন্ত্র উৎসব অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটি উপজেলা হতে ভিন্ন ভবন্ন স্টল ছিল তাদের। গণতন্ত্র উৎসব অনুষ্ঠানে প্লাস্টিক বর্জন সহ যুবদের ক্রিয়েটিভ প্রদর্শনী ছিলো যা চোখে পড়ার মত। অতিথিরা স্টল পরিদর্শন করে প্রশংসা করেন তারা। অতিথিরা বলেন যুবরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তোমারই ৫ আগষ্ট দেখিয়ে দিয়েছো ঐতিহাস হয়ে থাকবে যুগ যুগ ধরে। গণতন্ত্র উৎসব অনুষ্ঠানে ১০ টি স্টল ছিলো। এছাড়াও গণতন্ত্র উৎসব অনুষ্ঠানে "দেশ সেবায় যাকে পাবো আমার ভোট তাকে দিবো" এর উপর গণস্বাক্ষর কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
যুব ফোরামের সদস্যদের লিখত শপথ পাঠ করানো হয়। নতুন ভোটাররা কিভাবে ভোট দিবে এ বিষয়ে প্রদর্শনী করা হয়েছে নির্বাচন অফিসের পক্ষ থেকে। যুবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার করা হয়। সেমিনার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা। পুরস্কার বিতরণ শেষে যুবদের নিজস্ব উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।