আগামীকাল সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকেই ব্যাক্তি শ্রেণীর আয়কর রিটার্ন অনলাইনে জমা করা যাবে। রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৪-২০২৫ কর বছরের অনলাইন রিটার্ন দাখিলের সিস্টেম আপডেট সম্পন্ন করেছে ।
অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা করলে ড়্যাক্স অফিসে যেতে হয় না অথবা ট্যাক্স অফিসে কোন ডকুমেন্টস জমা করতে হয় না।
অনলাইনে আয়কর রিটার্ন জমা করলে তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকার পত্র এবং এক্সপ্রেস সার্টিফিকেট পাওয়া যাবে।
রেজিস্ট্রেশন এর জন্য : www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিজের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যাদের ইতিপূর্বে রেজিষ্ট্রেশন করা আছে তাদের নতুন করে আর রেজিষ্ট্রেশন করার প্রয়োজন নেই।
ট্যাক্স পরিশোধ: অনলাইন সিস্টেম এর মাধ্যমে রিটার্ন জমা করলে ট্যাক্স পরিশোধের জন্য ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই অনলাইন ব্যাংকিং, ক্রেডিট/ডেবিট কার্ড বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কর পরিশোধ করা যাবে।
রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য: টিআইএন এবং আপনার নামে বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নম্বর।
পূর্ববর্তী বছরের রিটার্ন: আপনি পূর্ববর্তী বছরের রিটার্নের কপিও ডাউনলোড করতে পারবেন।
#আয়কর #রিটার্ন #অনলাইন #এনবিআর