আজ থেকে শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০৫:৩২ অপরাহ্ণ   |   ৯৫ বার পঠিত
আজ থেকে শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ থেকে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ ফ্লাইট শুরু হচ্ছে। এ বছর মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালন করবেন।
 

প্রথম দিনে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। আজ সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকার আশকোনায় হজ ক্যাম্পে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
 

এবার সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।
 

প্রথম ফ্লাইটটি আজ রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।
 

হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে ১১২ জন গাইড এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৭৪৩ জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহায়তায় নিয়োজিত থাকবেন।