মন কেন কাঁদে: গাজী আব্দুল আলীম।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৫ ০৫:২৩ অপরাহ্ণ   |   ০ বার পঠিত
মন কেন কাঁদে: গাজী আব্দুল আলীম।

কবিতা: মন কেন কাঁদে!


 

                                                                         কবি: গাজী আব্দুল আলীম।
 

মন‌ কেন কাঁদে মাগো তোমার জন্য 
এই মায়াভরা মাতৃভূমির জন্য।
আমরা হয়ে উঠি কেন পশুসূলভ বন্য,
ও গো মা তুমি কওনা কথা কওনা?

 

তোমার ছেলে হাদি কেন‌ তোমার কাছে রয়না!
নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আর কি পাবোনা,
তুমি নিশ্চুপ কেন মা?

 

হাজার হাজার মানুষ তবু হাদি কেন নেই মা!
যার হুঙ্কারে গগনভেদীয়া কেঁপে উঠে বাংলাদেশ,
ঝাঁকড়া চুল দোলে উঠে প্রতিবাদের উল্লাসে
নাসিকা যার ফুলে উঠে অত্যাচারের প্রতিরোধে।

 

তর্জনী দিয়ে সীমানা খুঁজে এই দেশে তোদের ঠাঁই নেই 
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে অপরাধীর কোন দেখা নেই
সিংহের মত বুক পেতে দিয়ে যে চলে শত্রর সীমানায় 
সেই দেশে তুই  পিছন থেকে করলি গুলি ছদ্মবেশে ?

 

ধিক নরাধম,ধিক তোরে কার ইশারায় করলি একাজ 
জানোয়ার,তোর গড ফাদার কি বাঁচাবে তোরে ?
তোকে দেবে নিজেরা বাঁচার জন্য এমনি করে গুলি ভরে‌
আজ নয়তো কাল ,পাপ‌ কখনো ছাড়ে না বাপরে।

 

মা....
হাদিকে  তুমি দিয়েছো ঠাঁই বুকে ,লাখো হাদি মরছে শোকে
জাগ্রত হোক মনুষ্যত্ব ,বিবেক,পাপ মুক্ত বাংলাদেশে।