জেমসের কনসার্ট যুক্তরাষ্ট্রের ডালাসে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৫ ০২:১১ অপরাহ্ণ   |   ১৩৯ বার পঠিত
জেমসের কনসার্ট যুক্তরাষ্ট্রের ডালাসে

বিনোদন প্রতিবেদক:-

 

মঞ্চে নগরবাউলখ্যাত জেমসের উপস্থিতি মানেই ভক্তদের উচ্ছ্বাসের জোয়ার। এবার এই রকস্টার যাচ্ছেন যুক্তরাষ্ট্রে, যেখানে টেক্সাসের ডালাস শহরের প্ল্যানো ইভেন্ট সেন্টারে তিনি গাইবেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।
 

আগামী ১৪ জুন নগরবাউল এক মহামঞ্চে মাতিয়ে তুলবেন ডালাসে। আয়োজকরা বলছেন, এটি বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য অন্যতম বৃহৎ ও ঐতিহাসিক কনসার্ট হবে। ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্ম টিকিটফাইওস.কম–এ ‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’ শিরোনামে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান মুনলাইট ইভেন্টস জানায়, বিশাল ভেন্যুটিকে ৮টি ধাপে ভাগ করে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে টিকিটের মূল্য ৪৯ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত।
 

আয়োজকদের অন্যতম সদস্য সাজ্জাদুল ইসলাম গণমাধ্যমে বলেন, "ডালাসে এর আগে এত বড় ভেন্যুতে কোনো বাংলাদেশি ব্যান্ড পারফর্ম করেনি। এটি শুধু একটি কনসার্ট নয়, বরং আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।" তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্রপ্রবাসী ভক্তদের জন্য এটি একটি বিরল সুযোগ। জেমসও তাঁর শক্তিশালী কণ্ঠ ও গিটার দিয়ে ঝড় তুলতে প্রস্তুত।"
 

২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরে নগরবাউলের ১০টি কনসার্ট করার পরিকল্পনা থাকলেও তাদের জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে, শেষ পর্যন্ত তারা ২৫টি শো করেছেন! এবারের সফরেও এমন কিছু ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

নগরবাউলের বর্তমান লাইনআপে রয়েছেন ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল, গিটার), আহসান এলাহি ফান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার) ও তালুকদার সাব্বির (বেজ গিটার)। গত কয়েক মাসে দেশে এবং দেশের বাইরে একাধিক কনসার্টে অংশ নিয়েছেন জেমস। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ আরও বেশ কিছু দেশে কনসার্টের শিডিউল রয়েছে। এর ফলে বিদেশে কনসার্ট করার এই ব্যস্ততা শিগগিরই কমবে না।