দাউদকান্দিতে যুবক হত্যা ও কাটা হাত নিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার

প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩২ অপরাহ্ণ ৬৬১ বার পঠিত
দাউদকান্দিতে যুবক হত্যা ও কাটা হাত নিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার

ঢাকা প্রেস
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:-


 

কুমিল্লার দাউদকান্দিতে গত ৭ সেপ্টেম্বর এক যুবককে কুপিয়ে হত্যা ও তার হাত কেটে নিয়ে হেঁটে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার দুজন হলেন- প্রধান আসামি আনিস (২৪) চান্দিনার শালিখা এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি দাউদকান্দির গৌরিপুর এলাকায় নানার বাড়িতে থাকতেন। অপরজন শাকিল মিয়া (২৪) গৌরিপুর এলাকার মতি মিয়ার ছেলে।

 

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদকের টাকা নিয়ে নিহত মহিউদ্দিনের সঙ্গে আসামিদের দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

 

হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা পলাতক ছিল। তথ্যপ্রযুক্তির সাহায্যে তাদের অবস্থান নিশ্চিত করে শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারের পর আদালতে আনা হলে আসামিরা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

 

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত আরও কয়েকজনের সন্ধান চলছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দির ওলানাপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে মহিউদ্দিন নামের এক যুবককে হত্যা করা হয়। হত্যার পর হাতের অংশ কেটে নিয়ে এক যুবকের হেঁটে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।