কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০১ অপরাহ্ণ   |   ৭৭ বার পঠিত
কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন এবং ব্যক্তিগতভাবে অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।
 

শুক্রবার সকালে রাষ্ট্রীয় আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য শহীদ মিনার প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানান। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে এসেছেন, হাতে ফুল, ব্যানার ও পুষ্পমাল্য নিয়ে অপেক্ষা করছেন দীর্ঘ লাইনে।
 

শহীদ মিনার এলাকায় দেখা যায়, ছোট-বড় সবাই একসঙ্গে গাইছে—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। বিভিন্ন সংগঠনের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারাও শ্রদ্ধা নিবেদন করেছেন। মুক্তিযোদ্ধারাও উপস্থিত ছিলেন, যাদের চোখে একুশের চেতনায় নতুন বাংলাদেশের স্বপ্ন জ্বলজ্বল করছে।
 

এদিকে, দিবসটি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন ।