ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ছবেদ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ভান্ডারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান।
নিহত ছবেদ আলী ভান্ডারিপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আক্কাস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ ছবেদ আলী তার নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছানোর সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”