আ.লীগকে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনে আসতে দেবে না জনগণ: আখতার

প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৭ অপরাহ্ণ ০ বার পঠিত
আ.লীগকে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনে আসতে দেবে না জনগণ: আখতার

ঢাকা প্রেস নিউজ

 

গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত জনগণ কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।
 

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে রংপুরের সাত মাথায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 

আখতার হোসেন বলেন, "আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। তবে, জুলাই-আগস্টের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রজনতা এবং সাধারণ মানুষ তাদের নির্বাচনে অংশ নিতে দেবে না। যদি তারা নির্বাচনে আসে, ছাত্র-জনতা আবারও রক্ত ঝরাতে প্রস্তুত।"
 

তিনি আরও বলেন, "জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণে তরুণরা রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেবে। তবে এখনো সেই দলের কোনো নাম ঠিক করা হয়নি।"
 

আখতার হোসেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, "দেশের আইনশৃঙ্খলা এখনো স্বাভাবিক হয়নি। আমরা সরকারকে বারবার আহ্বান জানিয়েছি পরিস্থিতি উন্নয়নের জন্য। তবে পুলিশ প্রশাসন এখনো তাদের নৈতিক শক্তি ফিরে পায়নি।"
 

তিনি আরও জানান, বিভিন্ন স্থানে চুরি-ছিনতাই বেড়ে গেছে। "আমাদের আহ্বান, প্রয়োজনে জুলাই বিপ্লবের তরুণদের পুলিশে অন্তর্ভুক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হোক," বলেন আখতার হোসেন।
 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, "কিছুদিন আগে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিছুটা সফল হলেও সমস্যা এখনো রয়ে গেছে। দেশের মানুষের কথা বিবেচনা করে সরকারকে পর্যাপ্ত এলসি দিতে হবে, যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি না হয় এবং মানুষ কষ্টে না পড়ে।"