নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব: প্রধান উপদেষ্টা

প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৪ ০১:১১ অপরাহ্ণ ০ বার পঠিত
নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব: প্রধান উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমার মূল পেশা থেকে আমাকে সরিয়ে আনা হয়েছে। আমি এই দায়িত্ব পালন করতে বাধ্য হয়েছি। যখন আমাকে এ দায়িত্ব দেওয়া হয়, তখন আমি আমার পেশাগত কাজে ব্যস্ত ছিলাম এবং তা উপভোগ করছিলাম। আমি প্যারিসে ছিলাম, সেখান থেকে আমাকে এখানে নিয়ে আসা হয়। নির্বাচনের পর আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পেরে খুশি হবো, যা আমি সারা জীবন ধরে করে আসছি। তরুণরাও আমার সেই কাজকে ভালোবাসে। আমি সেই দলে বা আন্দোলনে ফিরে যাব, যা আমি বিশ্বজুড়ে তৈরি করেছি।
 

শুক্রবার (২০ ডিসেম্বর) ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
 

সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে প্রশ্ন করা হয়.......
জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না বলে আমি নিশ্চিত। তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ মনোভাবাপন্ন এবং তারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। এই তরুণরা বিশ্বকে বদলে দিতে পারে। এটি শুধু একটি দেশের পরিবর্তন নয়, বরং বাংলাদেশ দেখিয়েছে যে তরুণদের শক্তি কতটা বিশাল। আমাদের উচিত তাদের প্রতি মনোযোগ দেওয়া, বিশেষত তরুণীদের দিকে। তারা বাংলাদেশের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত তরুণ-তরুণীদের ক্ষমতায়ন করা, যাতে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এখন তাদের সুযোগ এসেছে এবং তাদের সক্ষমতা রয়েছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন তরুণ আমার মন্ত্রিসভায় কাজ করছেন। তারা অসাধারণ কাজ করছেন এবং নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। এই প্রজন্মের তরুণরা অতীতের মতো নয়, তারা এই শতাব্দীর নতুন প্রজন্ম, যারা অনেক বেশি যোগ্য এবং দক্ষ।
 

প্রসঙ্গত, সম্প্রতি ইকোনমিস্টের "কান্ট্রি অব দ্য ইয়ার" খেতাব পেয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতেই দ্য ইকোনমিস্ট প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার নিয়েছিল।