লেবানন থেকে আরও ৯৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন

প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ ০ বার পঠিত
লেবানন থেকে আরও ৯৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন

ঢাকা প্রেস নিউজ
 

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে দেশে ফিরেছেন আরও ৯৪ জন বাংলাদেশি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় ইকে-৫৮৪ ফ্লাইটে তারা দেশে পৌঁছান। এ তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
 

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এই বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হয়। তারা লেবাননে আটকে পড়েছিলেন এবং স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।
 

আইওএম প্রত্যাবাসনকৃত প্রতিটি ব্যক্তিকে ৫ হাজার টাকা হাতখরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছে।
 

এ পর্যন্ত মোট ১৭টি ফ্লাইটে ১,১৪২ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে প্রত্যাবাসিত হয়েছেন।