ঘূর্ণিঝড় ডানার প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুট বন্ধ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৪ ০৭:৪৬ অপরাহ্ণ   |   ৫৩৩ বার পঠিত
ঘূর্ণিঝড় ডানার প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুট বন্ধ

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কক্সবাজারের উপকূলীয় এলাকা, বিশেষ করে টেকনাফ ও সেন্টমার্টিন, প্রবল বৃষ্টি ও ঝড়ের মুখোমুখি হচ্ছে। এই পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তা বিবেচনা করে স্থানীয় প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে।
 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে টেকনাফে বৃষ্টি শুরু হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সেন্টমার্টিনসহ উপকূলীয় এলাকার সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
 

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় দানা মংলা সমুদ্রবন্দর থেকে ৬৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া চলছে। ফলে মংলা, চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।
 

শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের বাসিন্দারা জানিয়েছেন, জোয়ারের পানি বৃদ্ধি এবং ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধের ক্ষতি হয়েছে। তারা ঘূর্ণিঝড়ের কারণে আতঙ্কিত।
 

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কারণে এই রুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।