নরসিংদীর রায়পুরায় মসজিদসংলগ্ন জঙ্গল থেকে অস্ত্র উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ আগu ২০২৫ ০১:১৩ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
নরসিংদীর রায়পুরায় মসজিদসংলগ্ন জঙ্গল থেকে অস্ত্র উদ্ধার

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা প্রতিনিধি:-


নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের কাজল মিয়ার বাড়ির সংলগ্ন মসজিদের পাশের জঙ্গল থেকে অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

রোববার (সোমবার) বিকেল ৫টার দিকে ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে ওই স্থান থেকে একটি চাইনিজ রাইফেল ও একটি বন্দুক উদ্ধার করা হয়।
 

ডিবি পুলিশ জানায়, নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে অস্ত্র উদ্ধার করা হয়েছে।