কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি:-
রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মনারটেক আম বাগান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি অটোরিকশা বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান এবং একজন গুরুতর আহত হন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন– রাউজানের কাজীপাড়ার সোয়ার আলীর ছেলে আবু তোবাব (৫০), তালুকদারপাড়ার আব্দুর রহিমের মেয়ে নুরুনাহার (৪০) এবং হাটহাজারীর মিরহাট এলাকার মাহাবুবুর রহমান বাচ্ছু (৫৫)।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত হতাহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।