সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেডের একদফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ আগu ২০২৫ ০৫:১৭ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেডের একদফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চাকরির গ্রেড ৯ম করতে দাবি জানিয়ে কুড়িগ্রামে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিবার, কুড়িগ্রাম জেলা’র আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
 


 

মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। তারা একযোগে তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
 

বক্তারা তাদের বলেন, একই সময়ে এবং একই গ্রেডে নিয়োগ পাওয়া সরকারের অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের আর্থিক উন্নতি হলেও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সেই সুবিধা থেকে বহুলাংশে বঞ্চিত। এই দীর্ঘদিনের বৈষম্য ও অবহেলার অবসান ঘটিয়ে তাদের জন্য ৯ম গ্রেড বাস্তবায়ন এখন সময়ের দাবি।
 

কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র রায় তার বক্তব্যে বলেন, “দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর হিসেবে আমরা নিজেদেরকে নিয়োজিত রেখেছি, কিন্তু আমাদের আর্থিক ও সামাজিক মর্যাদা তার প্রতিফলন ঘটাচ্ছে না। এই অবহেলা শিক্ষক সমাজকে হতাশ করছে।”
 

অন্যান্য বক্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. আবু তৈয়ব, মো. শাহ আলম কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন ও মো. রেজাউল ইসলাম,

তারা সতর্ক করে দিয়ে বলেন, শিক্ষকদের এই বৈধ দাবি যদি পূরণ না হয়, তাহলে এটি শিক্ষক সমাজের গভীর অসন্তোষ সৃষ্টি করবে, যা জাতির গঠনের মূল ভিত্তি শিক্ষা ব্যবস্থাকে ব্যাহত করবে।