সারাদেশে একযোগে ৮২৬ জন বিচারককে বদলি ও পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বুধবার জারি করা এই প্রজ্ঞাপনে বদলির পাশাপাশি পদায়নের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, তিনটি ভিন্ন পদে মোট ৮২৬ জন বিচারক পদোন্নতি পেয়েছেন। তাঁদের মধ্যে—
অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ হয়েছেন ২৫০ জন,
যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে উন্নীত হয়েছেন ২৯৪ জন, এবং
সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৮২ জন।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বদলীকৃতদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার আগামী ২৭ নভেম্বর দপ্তরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হবে এবং ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
এ ছাড়া যেসব কর্মকর্তা বর্তমানে প্রশিক্ষণে, মাতৃত্বকালীন ছুটিতে বা বহিঃবাংলাদেশ ছুটিতে আছেন, তাঁদের প্রশিক্ষণ কিংবা ছুটি শেষ করে সংশ্লিষ্ট দপ্তরে যোগদান ও দায়িত্ব হস্তান্তরের পর পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে দ্রুততম সময়ে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই নির্দেশ কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।