জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০তম দিনের বৈঠকে ঘটেছে একাধিক অপ্রত্যাশিত ঘটনা। বৈঠক শুরুর কিছু সময়ের মধ্যেই বিএনপির পক্ষ থেকে ওয়াকআউট, এরপর হঠাৎ করে ফায়ার এলার্ম—সব মিলিয়ে উত্তেজনা ছড়ায় পুরো পরিবেশে। ফলে বৈঠকে অংশ নেওয়া নেতারা আতঙ্কে দ্বিতীয় তলা থেকে নিচে নেমে আসেন।
সোমবার (২৮ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ বৈঠকে মূলত সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত বিধান নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। আলোচনা শুরুতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ওয়াকআউট করে বেরিয়ে যান।
এর কিছুক্ষণ পর, বেলা ১২টা ১০ মিনিটে হঠাৎ ফরেন সার্ভিস একাডেমির মূল ভবনে ফায়ার এলার্ম বেজে ওঠে। এতে রাজনৈতিক নেতাসহ কমিশনের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকলে নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি করে নিচে নেমে আসেন। তবে পরবর্তীতে জানা যায়, কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান গণমাধ্যমকে জানান, “ফায়ার এলার্ম বেজে ওঠায় উপস্থিত সবাই ঘাবড়ে যায়। তবে পরে বুঝতে পারি, এটা আসলে ভুয়া অ্যালার্ম ছিল। কেউ ভুলবশত কিংবা ধোঁয়ার কারণে এটি চালু হয়ে থাকতে পারে।”
পরিস্থিতি শান্ত হলে বেলা ১২টা ৪৫ মিনিটে আবারও আলোচনা শুরু হয়।